Google Pixel Watch 2 ও Pixel Buds Pro 2 ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে 36 ঘন্টা
Anyone | Views 356 | 18/08/2024
Google Pixel Watch 2 ও Pixel Buds Pro 2 ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে 36 ঘন্টা
টেক ব্র্যান্ড গুগল তাদের Made by Google ইভেন্টে Google Pixel 9 সিরিজের স্মার্টফোন ছাড়াও তৃতীয় প্রজন্মের স্মার্টওয়াচ Pixel Watch 3 লঞ্চ করেছে। এছাড়াও সংস্থাটি নতুন অডিও প্রোডাক্ট Pixel Buds Pro 2 বাজারে এনেছে। এই দুটি ডিভাইসই প্রিমিয়াম সেগমেন্টে এসেছে এবং এগুলিতে একাধিক আপগ্রেড দেখা যাবে।
Pixel Watch 3 দুটি ডিসপ্লে সাইজে এসেছে এবং এতে Actua ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচের ডিসপ্লে 2000 নিকস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, যা আগের Watch 2 এর চেয়ে দ্বিগুণ ব্রাইট। এটি 36 ঘন্টা ব্যাটারি লাইফ দেবে বলে দাবি করা হয়েছে। এদিকে Buds 2 Pro-এ রয়েছে কোম্পানির ইন-হাউস টেনসর চিপ।
Read More